বনানী (ঢাকা) প্রতিনিধিঃ সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ২৯ অক্টোবর ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) খুন হন। মামুন হাসান সরকারি তিতুমীর কলেজের ২০২০-২০২১ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিহত মামুন হাসান হুরবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
মানববন্ধনে মামুনের সহপাঠীরা বলেন, প্রেমের জের ধরে মানুষ হত্যা কোনো ভাবেই কাম্য নয়। ইতিহাস বিভাগের শিক্ষার্থীসহ তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীরা এর সঠিক তদন্ত ও সুষ্ঠ বিচার চাই।
ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.হানিফ মিয়া জানান, একই উপজেলার কলিদহ ইউনিয়নের আপন দুই বোনের মধ্যে বড় বোনের প্রেমিক মামুন হাসান আর ছোট বোনের প্রেমিক শাকিল মিয়া। বিভিন্ন বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে বিরোধ ছিল। গত শনিবার তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মামুন হাসানকে ছুরিকাঘাত করেন শাকিল। মামুনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শাকিলকে আটক করেন। এর অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান মামুন হাসান।
এ ঘটনায় শাকিল মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।