প্রত্যয় স্পোর্টস ডেস্ক: অভাবে অন্য পেশায় যোগ দেয়া তিন অসহায় ফুটবলারকে ৫০ হাজার টাকা করে প্রদানের পাশাপাশি তাদের আবার মাঠে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিন।
এই তিন ফুটবলার হলেন নারায়ণগঞ্জের রাজমিস্ত্রির সহকারী আরিফ হাওলাদার, ফরিদপুরের ঝাড়ুদার রিপন কুমার দাস এবং খুলনার ইজিবাইক চালক মো. হাসান আল মামুন। রোববার বিকেলে এই তিন ফুটবলারকে নিজ কার্যালয়ে ডেকে তাদের হাতে টাকা তুলে দিয়েছেন তরফদার মো. রুহুল আমিন।
তিনজনই প্রতিভাবান ফুটবলার ছিলেন। আরিফ সর্বোচ্চ লিগে খেলে নিজেকে টিকিয়ে রাখতে না পেরে চ্যাম্পিয়নশিপ লিগে যোগ দিয়েছিলেন। এ মৌসুমে কোন ক্লাব তাকে নেয়ইনি। ফুটবলার হওয়ার চ্যালেঞ্জে নিজেকে টিকিয়ে রাখতে না পেরে পরিবারের হাল ধরতে বেছে নেন রাজমিস্ত্রি পেশা।
ফরিদপুরের রিপন দাস ২০১২ সালে এয়ারটেল রাইজিং স্টার চ্যাম্পিয়ন দলের হয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে ১০ দিন অনুশীলন করেছিলেন; কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগের ওপরে উঠতে পারেনি। খুলনার ইজিবাইক চালক হাসান আল মামুন খেলেছেন বাসাবো তরুণ সংঘের হয়ে। করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনায় সব খেলা বন্ধ হয়ে গেলে অন্যসব ডিসিপ্লিনের মতো ফুটবলেও অনেকে বিপদে পড়েছেন। তাদের মধ্যে এই তিনজনের দুর্দশার কথা মিডিয়ায় প্রকাশ হলে সহযোগিতার হাত বাড়িয়েছেন তরফদার মো. রুহুল আমিন।