স্পোর্টস ডেস্ক: উয়েফা ইউরোপে লিগে নিজেদের তৃতীয় ম্যাচে তুলুজকে গোলবন্যায় ভাসিয়েছে লিভারপুল। ইনজুরি সময়ে (৯৩তম মিনিটে) এসে মোহাম্মদ সালাহ’র গোলসহ ফ্রান্সের ক্লাবটির জালে মোট পাঁচবার বল জড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ঘরের মাঠে ৯তম মিনিটে গোল উৎসবের উদ্বোধন করেন লিভারপুলের ফরোয়ার্ড ডিয়াগো জোতা। একাই তুলুজের চার ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে তুলুজের জালে বল জড়ান তিনি।
এর সাত মিনিট পর লিভারপুলের জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান তুলুজের ফরোয়ার্ড থিজস ডালিঙ্গা। পেনাল্টি এলাকা থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। তখন মনে হয়েছে কঠিন লড়াইয়ে ম্যাচটি শেষ করবে দুই দল।
কিন্তু সেটি আর হয়নি। এরপর থেকে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। একের পর এক গোল করতে থাকে দ্য রেডসরা। ম্যাচের ৩০তম দুর্দান্ত দারুণ এক হেড দিয়ে দ্বিতীয় গোলটি দলকে আবার এগিয়ে দেন মিডফিল্ডার ওয়াতারু এন্ডো। এর ৪ মিনিট পর তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান ডারউইন নুলেজ। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে গিয়েছিলেন নুলেজ। কিন্তু তার শট করা বলটি গোলপোস্টের সাথে আঘাত করে ফিরে আসে। ফেরত আসা বলটি নিয়ে গোলকিপারকে ফাঁকি দিলে বলটি ঠিকই জালে জড়িয়ে দেন রায়ান গ্রাভেনবার্চ।
সর্বশেষ ইনজুরি সময়ে এসে ৯৩তম মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
চলতি মৌসুমে ইউরোপা লিগে ই-গ্রুপে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে লিভারপুল। ৯ পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপ চ্যাম্পিয়ন। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে এক জয় আর একটিতে ড্র করেছে তুুলুজ। ৪ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে।