তোমার চোখের নিচে কালো কেন?
লতিফুর রহমান প্রামানিক
এখন কি আমার সাথে কথা বলো?
আগের মতো ব্যাকুলপর?
আমি কি আর আগের মতো সাপের মতোন গোগ্রাসে,
অনুরোধে জাপটে ধরি?
আজ এতো অল্প রাতে তোমার ঘুম পেয়েছে?
দিনের বেলা তো রোজ ঘুমাও।
আর কিছুটা তো থাকতে পারো?
এখন কি আর আমার মতো কেউ বলে?
তোমার চোখের থেকে ঘুম ছাড়ানোর গল্প বলে?
আমার মতো কি বাহানার ছলে কেউ ভোলায়?
তোমার দাতের ফাঁকে হাসির নকশা কেউ তোলে?
আচ্ছা, তোমার টেক্সট তালিকায় এখন কার নামটা উপরে থাকে?
সে কি আমার মতো রোজ রাতে,
তোমার পথ চেয়ে বসে থাকে?
শুনেছি অভ্যাস গুলো তোমার বদলে গেছে,
এখন নাকি নতুন করে গড়ছ তুলে?
আচ্ছা, তোমার সেই কালো শাড়িটা,
এখনো কি আগের মতো কালো আছে?
মাঝে মাঝে কি সেই শাড়িতে তোমাকে জড়িয়ে রাখো?
তোমার লম্বা চুল, বেনীর গোছা?
কপালের উপর চুল গুলো কি বাতাসে উড়ে?
আমার মতো কি কেউ জিদ ধরে?
একটা ছবি দাও না প্রিয়,
আমার মতো কি ব্যাকুল হয়ে কেউ বলে?
এখন তো সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়,
আমার মতো কি কেউ বলে একটু দাঁড়াও?
নতুন কেউ কি এমন করে আর বলে?
ঘুমাও সোনা,
তোমার চোখের নিচে কালো কেন?