তোমার ভাবনায়
জুবায়েদ মোস্তফা
————————————
প্রিয়তমা, মৃদু কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল
শেষ হয়েছে কি তোমার কথা বলা?
আমি জবাব দিলাম,তোমার সাথে তো কখনো কথা শেষ হবার নয়,
সে কথা তো তোমার অজানা নয়, ওহে মোর প্রিয় অবলা।
ঘুম ঘুম চোখ নিয়ে আবার আমাকে বলল,
আর কতটা রাত থাকতে হবে আমাকে সজাগ।
বললাম তুমি এখনি ঘুমিয়ে পড়,
দেখিয়েছি তার প্রতি একটু অনুরাগ।
এবার বরং আমি তাকে অভিমান করে বললাম,
আর কথা বলতে হবে না, গেলাম আমি ঘুমিয়ে।
একটু পর আস্তে আস্তে শব্দ আসল আমার কানে,
ওই তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়লা নাকি?
কেমনে তোমাকে রেখে আমি ঘুমাবো,
জানো না তুমি,আমি যে সারাক্ষণ ডুবে থাকি তোমার ভাবনায়।
লেখকঃ জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।