সম্পাদকীয় ডেস্ক:আমাদের যাত্রাকালের পরিধি খুব বেশি না হলেও আপনাদের ভালবাসার সুবিশাল পরিধি আমাদের বুঝিয়ে দিয়েছে যে সত্য ও নিরপেক্ষতা র পক্ষে আজো আছে হাজারো মানুষ । আপনাদের ইতিবাচক সাড়াগুলো ই হয়ে ওঠে আমাদের চলার পথের পাথেয় ।
আজ পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় প্রতি বছর জাক জমক ভাবে পবিত্র এ ধর্মীয় উৎসব পালিত হলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন । বিশ্বের এ ক্রান্তি লগ্নে আসুন আমরা ভেদাভেদ ভুলে পাশে দাড়াই এমন সব মানুষের যারা মুখ ফুটে নিজের অসহায়ত্বের কথাগুলো কাওকে বলতে পারে না । অন্তত একদিন সমতা আসুক ঘরে , বাইরে অন্তরে ।
আমাদের প্রায় অর্ধলক্ষ পাঠক পাঠিকা , প্রিয় স্বদেশবাসী , কলাকুশলী , রিপোর্টার ,নব নিযুক্ত জেলা প্রতিনিধিগন সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই দৈনিক প্রত্যয় পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা র শুভেচ্ছা । সমতার আনন্দে কাটুক সবার ঈদ এই প্রত্যাশায় সবাই কে
*** ঈদ মোবারক ***