ববিন রহমান, সদর উপজেলা প্রতিনিধি, বগুড়াঃ
আজ ২৩/০৪/২০২১ইং পবিত্র রমজান মাসের ১০ ই রমজানে শহরের শিববাটি অন্ধ হাফেজিয়া মাদ্রাসায় অত্র মাদ্রাসার শিক্ষক ও এতিম ছাত্রদের নিয়ে দৈনিক প্রত্যয় এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক প্রত্যয় এর উত্তরবঙ্গ ব্যুড়ো প্রধান রাকিবুল হাসান শান্ত, বিশেষ প্রতিনিধি জাকির হোসেন তন্ময়, বগুড়া সদর উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান ববিন, কাহালু উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান, মহাস্থান প্রতিনিধি তাহেরা জামান লিপি, ভ্রাম্যমান প্রতিনিধি এসএম সালমান হৃদয়, শাকিল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
দৈনিক প্রত্যয় এর উত্তরবঙ্গ ব্যুড়ো প্রধান রাকিব শান্ত বলেন, আমরা বরাবরই সাংগঠনিক ভাবে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন দরিদ্র দের জন্য কাজ করে আসছি। এমতাবস্থায় সম্পাদকের আর্থিক সহায়তায় আজকে এই ইফতার মাহফিল করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি।
দৈনিক প্রত্যয়ের প্রকাশক ও সম্পাদক মাসুম শিকদার জানান, করোনা পরিস্থিতি অবনিতির কারণে মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষের অনুদানে চলা এসব এতিম মাদ্রাসা গুলো খুব কষ্টে দিন যাপন করছি, আমরা জানতে পারি যে সারাদিন এই পবিত্র রোজা পালন করার পরেও দিন শেষে ইফতারের সময়ে তারা দুটো ভাল খাবার মুখে দিতে পারে না, তাই প্রত্যয়ে পরিবারের পক্ষ থেকে আমরা তাদের ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করি।
দৈনিক প্রত্যয় শুরু থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতে ও সৃষ্টিকর্তার অশেষ রহমতে যেন এমন ভাল কাজ করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা প্রত্যাশী।