নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সিটি কর্পোরেশনে বাসাবাড়ি ও রেস্তোরার বর্জ্য অপসারণের জন্য ৩০ টাকার বিল ২০০ টাকা দিয়ে আসলেও তা আরো বাড়ানোর অভিযোগ করছেন স্থানীয়রা। তবে কোনো কাজের সেবামূল্য বাড়োনো হয়নি দাবি করে একাধিক মেয়র-কাউন্সিলর। কেউ বাড়তি টাকা চাইলে পুলিশে ধরিয়ে দেয়ার অনুরোধ করেন তারা।
জানা যায়, ঢাকার দুই সিটি কর্পোরেশনে ময়লা বা বর্জ্য অপসারণের জন্য ৩০ টাকা নির্ধারণ করা হয়। এলাকা ও ওয়ার্ড ভেদে কোনো রকম রশিদ ছাড়া ১৫০ থেকে ২০০ টাকা আদায় করা হয়। এক শ্রেণির অসাধু চক্র বর্জ্য অপসারণের জন্য বাড়তি টাকা দাবি করছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে বর্জ্য সংগ্রহ করতে আসা লোকটি চলতি মাসে ১৪০ টাকার পরিবর্তে ১৫০ টাকা দিতে হবে জানান। কেন বেশি টাকা দিতে হবে জানতে চাইলে সিটি কর্পোরেশন থেকে বাড়ানো হয়েছে দাবি করে তারাও বাড়তি টাকা নিচ্ছেন বলে জানান।
টিবি গেট এলাকার অপর এক বাসিন্দা ফাতেমা আক্তার জানান, সিটি কর্পোরেশন থেকে বর্জ্য সংগ্রহের নির্ধারিত ফি ৩০ টাকা হলেও সংগ্রহকারিরা তা বাড়িয়ে আগে ১৫০ টাকা নিলেও এখন ২০০ টাকা করে প্রতিটি বাসাবাড়ি ও ফ্ল্যাট থেকে আদায় করছেন। স্থানীয় কাউন্সিলর যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।
২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির জানান, যদি কেউ কোন বাড়তি টাকা দাবি করে সাথে সাথে আমাকে জানাবেন। রশিদ রেখে দিবেন। রশিদ ছাড়া টাকা দিবেন না। বাড়তি টাকা নেওয়ার অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।