স্পোর্টস ডেস্ক: জিএম নর্মের আশায় বিদেশে বিভিন্ন টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন দাবাড়ু ফাহাদ রহমান। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে থাইল্যান্ড আন্তর্জাতিক চেস ওপেন ২০২৩ আশিয়ান চেস সিরিজের মাস্টারস সেকশনে খেলছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। আজ ঈদের দিন দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা ছিল তার।
থাইল্যান্ডে ঈদ একটুও টের পাননি বাংলাদেশের দাবাড়ু ফাহাদ, বাংলাদেশের মতো আজ থাইল্যান্ডেও ঈদ। ব্যাংককে বাংলাদেশি অনেকে রয়েছে কিন্তু চিয়াং মাইতে সেভাবে নেই। এখানে নামাজও পড়তে পারিনি। আজ ঈদ কোনোভাবেই টের পাইনি ’ থাইল্যান্ড থেকে বলেন তিনি।
কোরবানির ঈদ হওয়ায় একটু খারাপ লাগা কম তার। তিনি বলছিলেন, রোজার ঈদ হলে আরও বেশি খারাপ লাগত। কোরবানির ঈদ হওয়ায় খারাপ একটু কম লেগেছে। এরপরও সব সময় পরিবার ও বন্ধুদের মিস করেছি।
দাবার অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট ঈদের সময় হয়েছে। ফাহাদও খেলেছেন তবে এবারেরটি একেবারে ব্যতিক্রম তার কাছে। তিনি বলেন, এর আগেও দুই একবার ঈদের সময় বাইরে খেলেছি তখন বাংলাদেশের আরও দাবাড়ু ছিলেন সঙ্গে এবং সেখানে মুসলিম সংস্কৃতিও ছিল। এবার আমি একেবারেই একা এবং এই এলাকায় ( চিয়াং মাই ) মুসলিম সংস্কৃতিও সেভাবে দেখিনি।
ঈদ উদযাপন করতে না পারার কষ্ট অবশ্য দাবার বোর্ডে মিটিয়েছেন ফাহাদ। আজ দুই রাউন্ডের খেলার মধ্যে একটিতে জিতেছেন আরেকটিতে ড্র করেছেন। তিন রাউন্ড শেষে আড়াই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষ স্থানে রয়েছেন। বাকি ছয় রাউন্ড থেকে তার লক্ষ্য আরও সাড়ে চার পয়েন্ট।
তিনি বলেন, এই টুর্নামেন্টে তিন গ্র্যান্ডমাস্টার রয়েছে। তাদের সবার সঙ্গে খেলতে পারলে এবং আমার সাত পয়েন্ট হলে প্রথম জিএম নর্ম হবে।
আগামীকাল চতুর্থ রাউন্ডেই প্রথম গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হবেন তিনি।
ফাহাদ গত কয়েক মাসে ইউরোপ, মধ্যপ্রাচ্যের নানা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। সম্ভাবনা তৈরি করেও নর্ম হারিয়েছেন দু’বার। এরপরও নর্ম অর্জনের চেষ্টা অব্যাহত। তার এই প্রচেষ্টায় আর্থিক সহায়তা দিচ্ছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক শোয়েব রিয়াজ আলম।