নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জনগণের পুলিশ হতে হলে জনগণকে ভালোবাসতে হবে। কোনো ধরনের দমন-পীড়ন না করে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি মাদকসহ ধরনের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার পুলিশকে জনবান্ধব, আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে পুলিশ সদর দফতরে সব পর্যায়ের পুলিশ সদস্যদের মতামত গ্রহণ বিষয়ক কর্মশালার শেষ দিনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশের ইনোভেশন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস শাখা এ কর্মশালার আয়োজন করে।
আইজিপি বলেন, বর্তমান করোনাকালে পুলিশ যেভাবে জনগণের কাছে গিয়েছে, তাদের পাশে থেকেছে, তাদেরকে সুরক্ষা দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পুলিশ কাজটি নিজেদের মানবিক দায়িত্ববোধ থেকে করেছে বলেই মাত্র তিন মাসে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। যদিও এ কাজের জন্য অনেক পুলিশ সদস্য নিজের অজান্তেই করোনা আক্রান্ত হয়েছেন, জীবন দিয়েছেন ৪৪ জন সম্মুখযোদ্ধা বীর পুলিশ সদস্য।
এরপরেও আমরা বলতে চাই, স্বাধীনতার ৫০ বছর পর করোনার কারণে যে সুযোগ আমরা পেয়েছি সেটি হাত ছাড়া করব না। করোনা চলে গেলেও আমরা আর আগের স্থানে ফিরে আসব না। বরং সেখান থেকে আরও এগিয়ে যাব। প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের অন্যতম সারথী হিসেবে দেশের জন্য রক্ত দিয়ে গড়া এ বাহিনীকে উন্নত দেশের উপযোগী করে গড়ে তোলা হবে বলেও তিনি জানান।