নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ নির্ধারিত মূল্যের চেয়ে পেঁয়াজের দাম বেশি রাখায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ পেঁয়াজ ব্যবসায়ীকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে ওই ১০ ব্যবসায়ীকে আটক করে। পরে উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুদ আহম্মেদ আটককৃতদের অর্থদণ্ড দেন। তাদেরকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন, কমল আহাম্মেদ, মজনু মিয়া, আলম, শাখাওয়াত, রওশন , মজিবুর, মানিক মিয়া, রিপন সাহা, রাধা রামন ও কামরুল উদ্দিন।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এসব জানিয়েছেন।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায়ে আটক পেঁয়াজ ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।