সুমন,মোংলা(বাগেরহাট) সংবাদদাতা: মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে মো:মিরাজ হাওলাদার ও মো:জামাল শেখের সঞ্চালনায় দিগরাজ
ব্লাড ডোনেশন গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ(৯ জুন শুক্রবার)সকাল ৯টায় প্রতিষ্ঠানের টি শার্ট বিতরন ১০টায় র্যালী ও দুপুর ২ টা পর্যন্ত দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপ সুন্দরবন ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার,চপলা রহিমা প্রাইভেট ক্লিনিক দিগরাজের সহযোগীতায় ফ্রী ম্যাডিকেল ক্যাম্পের আয়োজন করেন।দুপুর ০৩ টাকা থেকে সন্ধা ০৬ টা পর্যন্ত কলেজ অডিটোরিয়াম রুমে অতীথিদের ফুল দিয়ে বরন, আসন গ্রহন,ধর্মগ্রন্থ পাঠ,সম্মাননা স্বারক প্রদান।এবং কেক কাটা,মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্নো বিশ্বাস,দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু তুষার কুমার গাইন,অধ্যহ্ম দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌমিত্র বিশ্বাস টুটুল,উপজেলা আইসিটি অফিসার।মনির আহম্মেদ ফ্রিন্স,সদস্য বাগেরহাট জেলা।অর্ধেন্দু শেখর বিশ্বাস,সভাপতি বুড়িরডাঙ্গা ইউনিয়ন।মোঃসালাউদ্দিন সবুজ,সভাপতি খুলনা ব্লাড ব্যাংক। মো:নজরুল ইসলাম,প্রতিষ্ঠাতা বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো:রিয়াদুল ইসলাম,প্রতিষ্ঠাতা পিচ অর্গানাইজেশন।মো: কাইয়ুম হোসেন,ইটাগাছা ব্লাড ফাউন্ডেশন সাতহ্মীরামো:মিজানুর রহমান,মোসাফির ব্লাড ডোনেশন ক্লাব বাগেরহাট।
মো:হাসিব ভূঁইয়া,সভাপতি খুলনা ব্লাড ফাইটার্স।
দোলনচাঁপা মন্ডল,অধ্যাপিকা দিগরাজ মহাবিদ্যালয়।পরমানন্দ বিশ্বাস,প্রধান শিক্ষক দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়।অধ্যপক বাবু অম্বরিশ রায়,ফকির মোঃ জুয়েল রানা,সাবেক পরিচালক দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপ।মোঃশিব্বির হাওলাদার সদস্য দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপ। এছাড়াও উপস্থিত ছিলেন অংগসংগঠনের সদস্যবৃন্দ।