মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদরে নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় আরমান আলী (২২) নামে এক রাজ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আর্থিক লেনদেনের ঘটনায় গেল সোমবার বিকেলে তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে প্রতিবেশী বন্ধুরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বাড়ীতে চলছে শোকের মাতম। তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১৩ মে) সকাল ১১ টার বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে দানিহারী ধান ক্ষেতের ভিতর থেকে তার লাশ পাওয়া যায়। হত্যাকাণ্ডের শিকার আরমান আলী সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের নারায়নপুর মাঝাপাড়া গ্রামের দুলাল হোসেন দুলুর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহত পিতা দুলাল হোসেন দুল জানান, সোমবার বিকাল থেকে আরমান আলী নিখোঁজ ছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বুধবার সকালে লোক মুখে শুনতে পান যে, পাশ্ববর্তী ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দানিহারি এলাকায় ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। খবর শুনে ঘটনা স্থলে গিয়ে দেখতে পান ছেলের লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বজলুর রশিদ জানান, জেলা সদরের ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের কিনাহার গ্রামে ধান ক্ষেত পচন ধরা লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত করা হয়েছে।ধারারো অস্ত্র দিয়ে মাথায় এরোপাথারিভাবে কুপিয়ে আরমান আলীকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। তবে আত্বগোপন করেছে সন্দেহভাজন বন্ধুরা।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..