দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ভর্তিকৃত রোগীদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি।
বুধবার সন্ধ্যা ৬ টায় এই আগুনের ঘটনা ঘটেছে। সিগারেটের আগুন থেকে হাসপাতাল ভবনের পিছনের পরিত্যক্ত বর্জ্যস্তুপে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আহাদ আলী। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, বুধবার সন্ধ্যা ৬টায় হাসপাতাল ভবনের পিছনে আকস্মিকভাবে আগুনের সুত্রপাত ঘটে।
এই তিনতলা ভবনের ভেতরে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ছুটে এসে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভর্তিকৃত ৮০ জন রোগী ভাল আছেন। তাদের নিচে নামিয়ে এ্যাম্বুলেন্সের মাধ্যমে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শিফটিং করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কোন ডাক্তার, নার্সসহ স্টাফ ও রোগীর স্বজনরা কেউই আহত হননি বলে জানান তিনি। তিনি আরও জানান, আগুনে প্রয়োজনীয় কোন কাগজপত্র নষ্ট হয় নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ক্ষয়ক্ষতির বিষয়টি জানানো যাবে বলে জানান তিনি। দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেছেন, হাসপাতালে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে ভর্তিকৃত রোগীদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানান তিনি।
জাতীয় সংসদের হুইপ ও সদর হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ইকবালুর রহিম এমপি বলেন, ঘটনায় আল্লাহর রহমতে অনেক জীবন রক্ষা পেয়েছে। কোন ক্ষয়ক্ষতিও নেই। তবে কি নিয়ে এই আগুনের সূত্রপাত পরিস্থিতি স্বাভাবিক হলে তা
খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।