বিশেষ সংবাদদাতা,কলকাতা:
বাঙুর হাসপাতালে নাকি মৃতদেহ জমে উঠেছে। এমনই ভয়ঙ্কর দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই মৃতদেহগুলি নাকি করোনা আক্রান্তদের। তাঁর অভিযোগ, রাজ্য সরকার করোনা নিয়ে যে তথ্য সাধারণ মানুষকে দিচ্ছে, তা ঠিক নয়। করোনায় মৃত্যুর তথ্য লুকোচ্ছে সরকার।
এমন অভিযোগ প্রকাশ্যে আসার পরই মুখ খোলেন কলকাতার মহানাগরিক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি দিলীপ ঘোষের সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, সম্পূর্ণ অসত্য কথা বলছেন দিলীপ ঘোষ। মর্গ থেকে মৃতদেহ সৎকারের সমস্ত কাজই কলকাতা পুরসভা করে। যদি এমন ঘটনা ঘটত, তা হলে আগে পুরসভার কাছে আসত। মেয়রের থেকে এমন খবর দিলীপবাবুর বেশি জানার কথা নয়। ফলে রাজ্য রাজনীতিতে দিলীপ–ফিরহাদ তরজা বেশ জমে উঠেছে।
এদিন করোনা হাসপাতাল এম আর বাঙুর এবং রাজারহাতের কোয়ারেন্টাইন সেন্টারের পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে একই ঘরে অনেক পরিবার থাকছে। সেখানে কোনও রকম সুরক্ষা ব্যবস্থা নেই।’ রোগীদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি এদিন আরও বলেন, ‘করোনা পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই তিনি এখন কমিটি করে চারজন মন্ত্রী ও আমলাদের সামনে এগিয়ে দিচ্ছেন।’
তবে দিলীপ ঘোষের পালটা সমালোচনা করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘ঘরে বসে মিথ্যার বেসাতি করছেন দিলীপবাবু। ঘরে বসে না থেকে বাইরে এসে সঠিক পরিস্থিতি যাচাই করে দেখুন।’ করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কী কী কাজ করছে, সেই খবরও দিলীপ ঘোষ ঠিকমতো রাখেন না বলে ফিরহাদ অভিযোগ করেন। পাশাপাশি তিনি সাংসদ পদ থেকে দিলীপবাবুর ইস্তফাও দাবি করেন।