নিজস্ব প্রতিবেদক: দুদকের করা মামলায় আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিডিনিউজ২৪ ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। আজ বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার পর বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ তাকে আগাম জামিনের নির্দেশ দেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর মতিন খসরু ও আইনজীবী মাহবুব শফিক। অন্যদিকে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে বৈধ কোনও উৎস ছাড়াই ৪২ কোটি টাকা জমা রেখেছেন। তৌফিক ইমরোজ খালিদী উক্ত অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।