দূর থেকে
লতিফুর রহমান প্রামানিক
কবি ও আইনজীবী
চাঁদের মতো দূর থেকে ভালোবাসি।
যেন না লাগুক হাতের পরশ।
আংগুল ছোঁয়াছুঁয়ি।
অস্পর্শ থাকুক বুকের ভাপ।
শুনেছি চাঁদের বুকেও নাকি,
নিরস ভূমি, বৃক্ষহীন পাহাড়,
জলহীন প্রান্তরে ধু ধু বালির পিপাসা।
অক্সিজেন ছাড়া আমি বাঁচবো কিভাবে?
তাই দূর থেকে চাঁদ কে ভালোবাসি।
চাঁদের মতো তোমার বুকেও যেতে ভয়।
যদি চাঁদের মতো অজস্র খুত চোখে পড়ে যায়?
যদি মনে হয় মিছামিছি।
সব ভুল।
তাহলে আর ভালো বাসবো কি?
সেই আফসোস করে পুড়ে যাবো সারাকাল।
তুমি আর চাঁদ দূরে দূরে থাকো,
এভাবেই থাকুক ভালো বাসা বাসি।