ধরিত্রী
মোহাম্মদ গালিব ইশরাক ইমরান
এই সুন্দর লীলাভূমি তুমি কার?
দিয়েছো কত প্রাণের সঞ্চার,
রেখেছো বাঁচিয়ে আমার চারিপাশ,
চাওনি কোনো প্রতিদান।
আমরা সব ক্ষুদ্রাতিক্ষুদ্র,
করে যাচ্ছিগো তোমায় কত শোষণ!
আছো তুমি নীরব,
সত্যিই তোমার যে কী ধৈর্য্য!
হঠাৎ তুমি হয়ে গেলে রাগ,
সন্তানেরা সব পায় অভিশাপ।
তাও তুমি রেখেছো সব অম্লান,
তোমার হয় নাকো কোনো তুলনা,
তুমিতো আমার মা,
আমার সম্ভাবনা।
যাই করে তোমায় শুধু প্রণাম।