রাঙামাটি প্রতিনিধি : ধর্ষকদের শাস্তির দাবীতে রাঙামাটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন কমিটি উদ্যোগে মানববন্ধন প্রতিবাদ কর্মসুচী পালন করা হয় । সাবেক মানব অধিকার কমিশনের সদস্যা নিরুপা দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, এাডভোকেট সুম্মিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, মৈত্রী দেওয়ান, টুকু তালুকদার, সৈকত রঞ্জন চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা নেত্রী শামীম আরা বেগম, ছাত্র নেতা বিটন চাকমা ও নাগরিক অধিকার কমিটির এমজিসান বখতেয়ারসহ আরো অনেকে।জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামনে সকাল ১০টা হতে প্রায় দুইঘন্টা ব্যাপী মানব-বন্ধন প্রতিবাদ কর্মসুচী বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজনে অংশ গ্রহন করে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি নারী ধর্ষণের জোন হিসেবে পরিণিত হয়েছে। কিন্তু ধর্ষকদের কোন বিচার হচ্ছে না। সারা দেশে যে হারে নারী শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যার ঘটনা বাড়ছে তা একটি সভ্য দেশে মানায় না। ধর্ষকরা ধর্ষণ করেও আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। তারা পেয়ে বার বার ধর্ষণ করার সাহস পাচ্ছে। দেশে আর যেন একটিও যেন ধর্ষণের ঘটনা না ঘটে সেজন্য দেশের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানানো হয়।
জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামনে সকাল ১০টা হতে প্রায় দুইঘন্টা ব্যাপী মানব-বন্ধন আয়োজনে বিভিন্ন সংগঠন ,সংস্থা অংশগ্রহনসহ সিএইচটি ওমেন এ্যাক্টিভিস্ট ফোরাম.লংগদু উপজেলা সচেতন ছাত্র-ছাত্রীবৃন্ধ ব্যানারে অংশ গ্রহন করে। ধর্ষকদের চিত্র অংকন ,নাটকের মাধ্যমে কর্মসুচী করা হয় ।
রিপোর্ট : চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।