নাজমুল হক নহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে বিএনপি ভোট বর্জন করেছে। শনিবার এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতিকে ১লাখ ৫হাজার ৫শত ২ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপি প্রার্থী আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতিকে ৪হাজার ৬শত ৫০টি ভোট পান। বিএনপি এই নির্বাচনকে একটি প্রহসন ও ডিজিটাল পদ্ধতিতে ইভিএমের মাধ্যমে ভোট চুরির একটি অন্যতম উপায় বলে দাবী করেছে।
বিএনপি এই উপ-নির্বাচনকে বয়কট করে রবিবার জেলার আত্রাই ও রাণীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়। কিন্তু রবিবার দুই উপজেলার কোথাও হরতালের কোন প্রভাব দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিক চলছে। সকল দোকান, হাট বাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতই খোলা দেখা গেছে। কোথাও বিএনপির কোন মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে সেমিনার করতে দেখা যায়নি।
হরতালকে সামনে রেখে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।