সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ। পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আজ ১৫ এপ্রিল (বুধবার) সিলেট জেলার প্রতিটি থানা,তদন্ত কেন্দ্র,পুলিশ ক্যাম্প, ইমিগ্রেশন চেকপোস্ট ও সার্কেল অফিসে কর্মরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিই সহ অন্যান্য জীবানুনাষক উপকরন বিতরন করেছেন। জীবানুনাশক উপকরনের মধ্যে রয়েছে এন-৯৫ মাস্ক সহ সাধারন সার্জিক্যাল মাস্ক,হ্যান্ড গ্লাভস,হ্যান্ড স্যানিটাইজার, হ্যাক্সাসল,স্যাভলন,ব্লিচিং পাউডার,ডিটারজেন্ট পাউডার,সাবান,জীবানুনাশক স্প্রে মেশিন ইত্যাদি। বুধবার দুপুর এক ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা এসব উপকরন বুঝে নেন।এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ইমাম মোহাম্মদ শাদিদ,অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গনমাধ্যম) মো: লুৎফর রহমান,সহকারী পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আনিছুর রহমান খান প্রমুখ।
করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ সদস্যদের সামগ্রিক ঝুকির বিষয়টি সামনে রেখে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ইতিমধ্যে বিভিন্ন সময় জেলার সকল ইউনিটে জীবানুনাশক উপকরন বিতরন করা হয়েছে। আজ আমাদের নতুন আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) স্যার যোগদান করেছেন। স্যার ইতোমধ্যে covid-19 ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। স্যারের বলিষ্ঠ নেতৃত্বে আমরা বাংলাদেশ পুলিশের সদস্যরা সামনে থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কাজ করব। সেজন্যই পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষায় এরকম উপকরন বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দায়িত্বপালনের সময় নিজেদের সুরক্ষার প্রতি সর্বোচ্ছ সতর্ক থাকতে হবে ।জনগন কে সচেতন করার পাশাপাশি নিজেদেরও স্বাস্হ্য বিধি অনুসরন করে দৈনিন্দিন কাজ করার জন্য নির্দেশ দেন তিনি।
এস পি ফরিদ বলেন, নবনিযুক্ত আইজিপির যোগদানে উজ্জীবিত বাংলাদেশ পুলিশের সদস্যরা। আইজিপি স্যারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।