“১৪২৭ এর বুকে করোনার আঘাত”
-ইমরান ইমন
বাংলা আমার অহংকার,
নতুন বছরকে বরণ ডালায়
বরণ করে নেওয়া
আমার অস্তিত্বের অধিকার।
আমি আজ লালন করতে
পারছি না সেই অধিকার,
করোনা আজ কেড়ে
নিয়েছে আমার অধিকার।
শুধু আমার অধিকার কেড়ে নিয়ে
সে ক্ষ্যান্ত হয় নি-
সুন্দর এই পৃথিবীটাকে
পরিণত করেছে মৃত্যুপুরীতে,
দিন দিন বাড়াচ্ছে তার বংশবিস্তার।
করোনা ,অনেক তো হয়েছে আর না,
এবার তোমার লীলা খেলা
একটু বন্ধ করো না!
বাঙালির অস্তিত্বে বাংলার সংস্কৃতি
অবিরাম ভেসে থাক,
দুঃখ-কষ্ট ,মান-অভিমান ভুলে
আগামীর প্রত্যয়ে চৌদ্দ শো সাতাশ পূর্ণতা পাক।
কবি: ইমরান ইমন
শিক্ষার্থী: ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।