নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের আলোকবালী ইউনিয়ন এর মুরাদনগর গ্রামে দলীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৬জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হবার খবর পাওয়া গেছে। রোববার (১৬মে) ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে । গুলিবিদ্ধ ও আহতদেরকে নরসিংদী সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং আহত গুলিবিদ্ধ সজল ইসলাম টুকু (৩৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহর কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল এর জের ধরে রোববার ভোরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন কালু মোল্লার ছেলে আনিস (৫০), সালাম মোল্লার ছেলে সাদেক মোল্লা (৩০),আবুল হোসেনের ছেলে তপন (২০), নুরচাদ মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৩০), মূলকেছ মিয়ার ছেলে মুরাদ (২৩), আব্দুর রহিমের ছেলে সজল ইসলাম টুকু তারা সবাই মুরাদনগরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়। নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।