নরসিংদী প্রতিনিধি: গত ২২/০৪/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৫.১০ ঘটিকায় রায়পুরা থানাধীন নিলক্ষ্যা বীরগাঁও পূর্বপাড়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার উত্তর পাশে ২টি ককটেল বিষ্ফোরনের ঘটনায় ভিকটিম জুলহাস সহ স্থানীয় লোকজন প্রতিবাদ করলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীরা আগ্নেয়াস্ত্র, টেটা, বল্লম, রামদা সহ আক্রমন করে ভিকটিম জুলহাসকে হত্যা করে। উপরোক্ত ঘটনায় নরসিংদী জেলার সু-যোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের সরাসরি তত্বাবধানে ও দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার), অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা সহ নরসিংদী জেলা পুলিশের একাধিক টিম যৌথ অভিযান পরিচালনা করে।
বুধবার ২৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য জানান।
হত্যা মামলার বাদীর এজাহার পর্যালোচনা, স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সাক্ষীকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের সনাক্ত করা হয়। নরসিংদী জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ২৬/০৪/২০২৩ তারিখ ভোর রাত্র ০৪.০০ ঘটিকায় রায়পুরা থানাধীন হরিপুর সাকিনস্থ কাওয়াবাড়ী এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী সন্ত্রাসী ১। সুমন মিয়া (২৩), পিতা-বাবুল মিয়া,সাং-বটতলীকান্দি (বাঁশগাড়ী), থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে হত্যাকান্ডের ঘটনার সময় ব্যবহৃত ০১ (এক) টি একনালা বন্দুক এবং ০২ (দুই) রাউন্ড কার্তুজ সহ আটক করা হয় এবং একই তারিখ ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানাধীন থোল্লাকান্দি এলাকা হতে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম অপর আসামী ২। রাকিব (২২),পিতা-মঙ্গল ব্যপারী, সাং- দড়িগাঁও, থানা-রায়পুরা, জেলা- নরসিংদীকে আটক করা হয়।
আসামী সুমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক সহ ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামী নাম ও ঠিকানাঃ
১। সুমন মিয়া (২৩), পিতা-বাবুল মিয়া,সাং-বটতলীকান্দি (বাঁশগাড়ী), জেলা-নরসিংদী ।
২।রাকিব(২২),পিতা-মঙ্গল ব্যপারী, সাং- দড়িগাঁও, থানা-রায়পুরা,জেলা-নরসিংদী।
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ
১। ০১ (এক) টি একনালা বন্দুক|
২। ০২ (দুই) রাউন্ড কার্তুজ।