এম.শরীফ হোসেন,নরসিংদী প্রতিনিধি :
পবিত্র ঈদ ঊল ফিতরকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলায় ও মাধবদীতে যাকাতের অর্থও ঈদ উপহার বিতরণ করা হয়। স্থাণগুলোতে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হয় ওইসব এলাকার অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব অর্থ ও উপহার। আর সাহায্যকারী দাতাতের মধ্যে রয়েছে ব্যক্তিগত অর্থায়ন, রাজনৈতিক, সামাজিক ও সেচ্চাসেবী সংগঠন ।
এরই ধারাবাহিকতায় দেখা গেছে, রোববার (৯ই মে) পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের সানের বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নরসিংদী -২ (পলাশ) আসনের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাঁর নিজস্ব অর্থায়নে জিনারদি ইউনিয়নের অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে যাকাতের বস্ত্র বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এবং পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জিনারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল গাজী সহ আওয়ামী নেতাকর্মীগণ।
অপরদিকে, একই দিনে নরসিংদী ২ (পলাশ) এর সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি’র পক্ষ থেকে তাঁর নিজস্ব তহবিল হতে মাধবদীর আমদিয়া ইউনিয়নের অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে যাকাতের বস্ত্র বিতরণ করা হয়। আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানে এমপির পক্ষে এসব বস্ত্র বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর সচিব আলহাজ্ব নাজিম উদ্দীন ভূইয়া রিপন।
ঊল্লেখ্য যে, প্রথম ধাপে ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের ৭,৮ ও ৯নং ওয়ার্ডে শনিবার (৮ই মে) যাকাতের বস্ত্র বিতরণের পর আজ দ্বীতিয় ধাপে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের প্রায় ১ হাজার পরিবারে এ বস্ত্র বিতরণ করা হয়। আগামীকাল সোমবার(১০ই মে) ইউনিয়নের বাকী তিনটি ওয়ার্ডে এই বস্ত্র বিতরণ করা হবে বলেও জানান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি আরো জানান, করোনা ভাইরাসের সতর্কতায় অতিরিক্ত জনসমাগম এড়ানো এবং রোজা রেখে জনগণ দীর্ঘ সময় রৌদ্রে দাঁড়িয়ে যেন দূর্ভোগের শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে বস্ত্র বিতরণ কর্মসূচীকে অত্র পরিষদের চেয়ারম্যান তিন দিনে তিনটি ধাপে কার্যকর করার নির্দেশ দেন। এরই লক্ষ্যে আমরা তিন ধাপে তা বাস্তবায়ন করছি। এ সময় উপস্থিত ছিলেন আমদিয়া যুবলীগের সভাপতি সাদিকুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ পরিষদের সদস্য বৃন্দ।
এদিকে,মাধবদীতে সু্বিধাবঞ্চিত ছিন্নমূল পথ শিশুদের মাঝে ‘ফেসবুক গ্রুপ’ মন বসে না পড়ার টেবিল এর এডমিন ও মডারেটরদের উদ্যোগে নগদ টাকা সহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে প্রায় শতাধিক শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার শাহিন ও বাংলাদেশ টেলিভিশন এর সাংকেতিক খবর উপস্থাপক আরিফুল ইসলাম।
গ্রুপের এডমিন আহমাদুর রহমান সোহাগ ও সাহাদাত হোসেন সাদ্দাম এর সঞ্চালনায় গ্রুপের এডমিন ও মডারেটরগণও এ কর্মসূচীতে অংশনেন।
অপরদিকে, সামাজিক সংগঠণ মাধবদী জনকল্যাণ সংস্থার পক্ষ হতে আজ মাধবদী এলাকার অসহায় গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রোববার সকালে মাধবদী এসপি ইন্সটিটিশন বিদ্যালয়ের ভিতরের মাঠে প্রায় ৯শ পরিবারের মাঝে এই উপহার বিতরণ করেন সংগঠণটির সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সামসুল হক ও সাধারণ সম্পাদক আইনুল হক সহ অন্যান্য সদস্যবৃন্ধ।