নিজস্ব প্রতিবেদকঃ “নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভা আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাগরিকদের তথ্য সংগ্রহ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভা করেছে বনানী থানা পুলিশ।
বর্ণাঢ্য এই র্যালিটি ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সুদীপ কুমার চক্রবর্তী বলেন, “নিজেকে নিরাপদ রাখতে নাগরিক তথ্য দেয়ার বিকল্প নেই। আমরা ঠিক আগের মতো করে জানিনা আমাদের আশে পাশে কারা বসবাস করে, আমার বাসায় কারা বসবাস করে, ভাড়াটিয়া হিসেবে তাদের পরিচয় আমরা জানিনা, পারা মহল্লায় কারা বসবাস করে তাদের পরিচয় আমরা অনেক সময় জানিনা। অনেক অপরাধীরা আত্মগোপন করে থাকে। মূলত এই কারনেই পালিত হচ্ছে নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ।” নাগরিক তথ্য সংগ্রহ কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বনানী থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আযম মিয়া বলেন, “নাগরিক তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনে সহায়ক এবং অপরাধ ঘটলে নাগরিক তথ্য কাজে লাগিয়ে ঘটনার রহস্য সহজেই বের করা যাবে।” ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’ সফলতার সাথে সম্পন্ন করার জন্য বনানী এলাকার সকল নাগরিকদের তথ্য দিয়ে থানার বিট অফিসারদের সহায়তা করার আহ্বান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন। ডিএনসিসি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজ ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছির।
উপস্থিত ছিলেন, বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ সোহেল রানা ও সাইহান ওলিউল্লাহ, ইন্সপেক্টর অপারেশন, বনানী থানা।
উক্ত আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বনানী থানা ছাএলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাএলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্নস্তরের নেতাকর্মী, সাধারন মানুষ অংশ নেয়।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..