চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি : অবশেষে রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের উপর হামলার ঘটনায় নিহত দুই যুবকের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে রাঙ্গামাটি পুলিশ। ময়না তদন্ত শেষ করে বৃহস্পতিবার বিকেলে আশাপূর্ণ চাকমা ওরফে রকেট (২৮) ও বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা সুসেন মণি চাকমার ছেলে সম্ভু চাকমা ওরফে ইন্দ্রজয় (৩৫) দুই জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন,রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ আরো জানান, মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী টহল দলের উপর হামলায় নিহত দু’জনই ইউপিডিএফের সক্রিয়কর্মী বলে সত্যতা পাওয়া গেছে। তবে আশাপূর্ণ চাকমা ওরফে রকেট (২৮) ইউপিডিএফের সদস্য হলেও সম্ভু চাকমা ওরফে ইন্দ্রজয় নানিয়ারচরের সাধারণ জেলে বলে দাবি করছে ইউপিডিএফ।