আবু হানিফ সরকার, মংমনসিংহ থেকে: ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় মাদক সহ তিন জনকে আটক করে করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা প্রথমে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রাম থেকে ১৫ পিছ ইয়াবা সহ আবু সায়িদ মিয়ার পুত্র মাসুদ মিয়া (৩০) আটক করি। এরপর ৩০ গ্রাম গাঁজার দুটি পুরিয়াসহ গাংগাইল থেকে আঃ রহিম দফাদারের পুত্র, সেলিম মিয়া(৪৮)ও সুরুজ আলীর পুত্র, জামাল উদ্দিনকে (৪৫)আটক করি।তাদের দুইজনের বাড়ি উপজেলার বারুইগ্রাম গ্রামে।
তিনজনকে আটকের পর দুটি আলাদা স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন। তিনি জানান, মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।