ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে পৃথক দুটি ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ভাটি সাভার নামক স্থানে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আম্বিয়া আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত আম্বিয়া উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী।
এছাড়া আহত কপালহর গ্রামের উজ্জ্বল মিয়া,আঃ রহমান, আঃ রশিদ ও তসরা গ্রামের মিন্টু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক। এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মনজুরুল হক জানান,একটি ইজিবাইক নান্দাইল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ দিকে যাচ্ছিল,আহতদের ভাষ্যমতে একটি বড় ট্রাক পিছন দিয়ে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি চেষ্টা অব্যাহত আছে।
অপর দিকে উপজেলার রসূলপুর গ্রামের মৃত উমর আলীর পুত্র আবুল কাসেম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গতরাত আনুমানিক (১০ টার দিকে) মৃত্যু বরণ করে।
স্থানীয়রা জানান, নিজঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় কাসেম। স্বজনদের সহযোগিতায় দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।