1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“ নারী দিবস “ ডা. জসিম তালুকদার

  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৭৫ Time View

অতি ছোট্ট, অতি সরল একটি শব্দ।
এই শব্দই এর নিষ্পেষণের প্রধান হেতু। না— পরিবারে সকলের সমান মর্যাদা থাকতে মানা,হাটে-মাঠে-ঘাটে চলতে মানা, পুরুষের কথার অবজ্ঞা করা মানা, জোরে হাসতে মানা,যতই প্রতিভা সম্পন্না হও তুমি এর বহিঃপ্রকাশ করতে মানা,রাত্রিবেলা তুমি পুরুষ পশুর শিকার তাই তোমার রাত্রিবেলা ঘরের বাইরে থাকা মানা,সংসারে পুরুষের বিরুদ্ধে যাওয়া মানা, জীবনে তোমার একা থাকা মানা, তোমার উপর চলতে থাকা অন্যায়ের প্রতিবাদ করতে মানা,স্বাধিকার তোমার জন্য নয় তাই তোমার যা ইচ্ছে তাই করতে মানা, তোমার দৈহিক আকৃতি তুলনামূলক কম তাই তোমার পুরুষকে অবহেলা করা মানা,তোমাতে নবুয়ত আসেনি তাই তোমার ক্ষেত্রে মানা মানা আর মানা।

রী—- রীতির ধারক তুমি, রীতির পূজারক তুমি,রীতি গলাধঃকরণ করবে তুমি, রীতি রক্তে চাষাবাদ করবে তুমি, অন্যের করে দেয়া রীতি পরিচর্যাকারী তুমি, রীতি-প্রথার খোলস পরিধান করে সর্বদা নুব্জ্য -বধির-শক্তিহীন-অনুগত থাকবে তুমি।

প্রাচীন ভাবছেন! কোনো কিছুই প্রাচীন বলে ঝলসে যায়নি এর একটাও। ঝুলে আছে,বাসা বেঁধে আছে এখনো এইসবগুলো” মানা এবং রীতি ” প্রথার মস্তিষ্ক জুড়ে। এই তো কদিন আগেও রোকেয়ার আবির্ভাবের পূর্বেও অশিক্ষার যাঁতাকলে প্রতিমুহূর্ত পিষ্ট করা হতো মানুষরূপী নারীদের। সংসারের চুলো-সন্তান-হাড়িপাতিল- ময়লা-আবর্জনা এসবের মহান গুরুদায়িত্ব আর যত্নয়াত্তীই ছিলো আজকের এই মানুষগুলোর প্রধান কর্ম।
কালের চাকা ঘুরছে,ঘুরবেও। এখন ধীরে ঘুরছে, একসময় বিদ্যুতের গতিতে ঘুরবে। পার্থক্য শুধু সময়ের।

১৯৬৩ সালে মহাকাশ জয়ের উদগ্র বাসনা নিয়ে যে নারী পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে ছিলেন তিনিই সোভিয়েত ইউনিয়নের মিস ভ্যালেন্তিনা তেরেসকোভা।২০৩৩ সালে পৃথিবীতে না ফেরার বাসনা নিয়ে সুদূর মঙ্গল গ্রহ পরিভ্রমণের জন্য নাসার সাথে কাজ করে যাওয়া নারী অ্যালিসা কারসন।দুঃসাহসিক সেসব নারীসহ পৃথিবীর সকল নারীর প্রতি আন্তর্জাতিক নারী
নারী দিবসকে শ্রদ্ধা জানানোর কোনো ইচ্ছে শুধু আমার নয়। শ্রদ্ধাবোধ সকলের মননে,মস্তিষ্কে, চেতনায় উজ্জীবিত হোক। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, সম্প্রীতি এবং আত্মসচেতনতাবোধ বৃদ্ধি হোক।
আমি শুধু মনে করিয়ে দিলাম পিছনের যন্ত্রণাগুলোকে, ক্ষতগুলোকে।
আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা সকলের জন্য সমান।

[ লেখক ডা. জসিম তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমন্বয়কারী বৃহত্তর চট্টগ্রাম জেলা, সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা -বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, সমন্বয়কারী এশিয়া মানবাধিকার সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সংবাদ প্রতিনিধি ]

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..