তিন দফা দাবি আদায়ে ৭ থেকে ১১ মার্চ পর্যন্ত পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে নার্সেস সংগ্রাম পরিষদ। শনিবার (৬ মার্চ) পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে পরিষদের নেতারা নতুন এ কর্মসূচি ঘোষণা করেন ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (৭ মার্চ) নার্সেস সংগ্রাম পরিষদের নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ৮ মার্চ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রত্যেক হাসপাতালে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন এবং ৯ থেকে ১১ মার্চ (তিনদিন) দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হবে।
৬ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন শেষে নার্সেস সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকল নার্স নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরি সভার আয়োজন করা হয়।
নার্সেস সংগ্রাম পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনোভাবেই কারিগরি বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স নিবন্ধন দেয়া যাবে না। পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না।