বিশেষ প্রতিবেদন:
করোনা পরিস্থিতিতে ফের সমস্যায় বাংলা। রাজ্য থেকে নিজেদের নার্সদের ফিরিয়ে নিল মণিপুর। শুধু মণিপুরই নয়, সূত্রের খবর, কেরল, ত্রিপুরা, ওডিশা–সহ আরও বেশ কয়েকটি রাজ্যও তাদের নার্সদের ফিরিয়ে নিতে চায়। বিষয়টি নিয়ে রাজ্য সরকার বেশ উদ্বেগের মধ্যেই রয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, এর ফলে নার্স নিয়ে সমস্যা তীব্র হতে চলেছে। করোনা–সঙ্কটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
জানা গিয়েছে, এই রাজ্যে বিভিন্ন হাসপাতালে মণিপুরের ১৮৫ জন নার্স কর্মরত ছিলেন। বৃহস্পতিবারই মণিপুর সরকার ওই ১৮৫ জন নার্সকে নিজেদের রাজ্যে ফিরে আসার নির্দেশ দেয়। সরকারি ভাবেই তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। শুক্রবার সকালে কলকাতা থেকে তাঁরা ইম্ফলের উদ্দেশে রওনা হয়ে যান। জানা গিয়েছে, করোনা পরিস্থিতির মোকাবিলায় যথেষ্ট সাফল্য দেখিয়েছে মণিপুর। করোনা–সঙ্কট সেই রাজ্যে তেমন তীব্র হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে করোনা চিকিৎসা নিয়ে কোনও রকম শিথিলতা দেখাতে রাজি নয় ওই রাজ্য। তাই স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে বাংলায় কর্মরত নার্সদের তারা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, মণিপুর–সহ বিভিন্ন রাজ্যের অনেক পড়ুয়া বাংলায় নার্সিং পড়তে আসেন। পড়ার পর রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে অনেকেই চাকরি নিয়ে থেকে যান। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রয়োজনের তুলনায় নার্সিং স্টাফের সংখ্যা এখনও অনেক কম। সেই ঘাটতিই পূরণ করছিলেন ভিনরাজ্যের নার্সরা। এখন তাঁরা যদি সকলেই চলে যেতে শুরু করেন, তা হলে স্বাস্থ্য পরিষেবা সমস্যায় পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু হবে না।
এদিকে, স্বাস্থ্য ভবনের বিশেষ বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ হাজার ৭০৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪ জন। মোট সংক্রমিত ২ হাজার ৪৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ২২৫ জন। মৃতদের মধ্যে কো–মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮২৯ জন।