শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
 
							
							 
                    ওয়েব ডেস্ক: মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পরে নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দিনগত সাড়ে ১২ টার দিকে শিবচর পৌর সভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা
নিহত এনায়েত শিবচর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে। রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি আজহার আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হন এনায়েত। পরে রাতে বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন তার পরিবারের সদস্যরা। পরে গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ বাদি হয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার রাত ১০ টার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীরে স্থানীয় লোকজন কিছু গন্ধ পেয়ে ইলিয়াসের পরিবারকে জানান। পরে তারা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুজে মরদেহটি শনাক্ত করে এবং শিবচর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী জানান, রাত সাড়ে ১২ টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের লোকজন নিহতের শরীরের বিভিন্ন অংশ ও পড়নের প্যান্ট দেখে সনাক্ত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।