স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেল্ডুলকারের। ১৯৮৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার চেয়ে মাত্র ১টি সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন ভারতের আরেক তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তবে শচিনের রেকর্ড ভেঙে দিতে প্রস্তুত তিনি।
বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে আউট হয়ে যান কোহলি। না হয় ওইদিনই তিনি অগ্রজ টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেলতেন।
কোহলি কবে শচিনের রেকর্ড ভেঙে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৫০টি সেঞ্চুরির মালিক হবেন সে দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার।
তার ধারণা, কোহলি তার জন্মদিনে টেন্ডুলকারের রেকর্ড ছাড়িয়ে যাবেন। আগামী ৫ নভেম্বর বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন। ওইদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরিটি করবেন কোহলি। বিশ্বকাপে ভারতের প্রথমপর্বের শেষ ম্যাচের আগের ম্যাচটি অনুষ্ঠিত হবে কোলকাতার ইডেন গার্ডেনে।
গাভাস্কারের ভবিষ্যদ্বাণী অনুসারে বোঝা যাচ্ছে, আগামী তিন ম্যাচে অন্তত দুটিতে সেঞ্চুরি করবেন বিরাট কোহলি। ৫ নভেম্বরের আগে ২৯ অক্টোবর ইংল্যান্ড এবং ২ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নিজের ৫০তম সেঞ্চুরি করবেন বিরাট। কারণ, ওইদিনই (৫ নভেম্বর) বিরাটের জন্মদিন। তাই এর থেকে ভাল মঞ্চ হতে পারে না। ইডেনের দর্শকের সামনে এই সেঞ্চুরির আনন্দও অনেক বেশি।’
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন কোহলি। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ভারতের তারকা ব্যাটার করেছেন ৩৫৪ রান। বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।