স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে কঠিন সময় পার করছে পাকিস্তান। সাত ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাবর আজমের দল। যে কারণে কড়া সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তান অধিনায়ককে। পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সের পেছনে দেশটির ক্রিকেট বোর্ডের দায় রয়েছে বলে দাবি করছেন সাবেক ক্রিকেটাররা।
দলকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করার পেছনে দেশটির বোর্ডের দায় থাকার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন দেশটির সাবেক ক্রিকেটার দানেশ কানেরিয়া।
পোস্টে তিনি লিখেছেন, ‘আফগানিস্তান ক্রিকেটে বেশি মনোযাগী হচ্ছে এবং রাজনীতিতে মনোযোগ কমাচ্ছে। একই সময়ে পাকিস্তান ক্রিকেটে মনোযোগ কমাচ্ছে এবং ভূ-রাজনীতিতে মনোযোগ বাড়াচ্ছে। বাজে পারফরম্যান্সের মধ্যে বারবার অধিনায়কত্ব থেকে সরানোর হুমকির মাধ্যমে ক্রিকেটারদের মনোবল কমিয়ে দিচ্ছে পিসিবি।’
তিনি আরও লিখেছেন, ‘এটি এমন সময়ে করা হয়েছে, যখন দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। বাবর আজমের ব্যক্তিগত বার্তা ফাঁস হয়েছে এবং প্লেয়ার ম্যানেজমেন্ট কোম্পানির সাথে জড়িত থাকার অভিযোগ আসার পর ইনজামাম উল হক প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পাকিস্তান একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দলে এবং পিসিবিতে বড় পরিবর্তনের সময় এসেছে।’
সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বাবর আজমের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করা হয়েছে। যেখানে বোর্ডের সাথে বাবরের সম্পর্কের তিক্ততা প্রকাশ করা হয়েছে। এ ঘটনার পর বোর্ডপ্রধান জাকা আশরাফ কঠিন সমালোচনার মুখে পড়েছেন। বলা হচ্ছে, আশরাফ নিজেই বাবরের ব্যক্তিগত বার্তাটি টিভি চ্যানেলকে ফাঁস করতে বলেছেন।