নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যূ হয়েছে। ওরা হচ্ছে উপজেলার প্রত্যন্ত আলোকদিয়া-লামাপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে বাক প্রতিবিন্ধী জান্নাতু (৯) এবং মেঘনা (১৪ মাস)। বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, আবুল কালামের বাড়ির সামনে খাল এবং খালের ওপাড়ে তার মুদি দোকান আছে। মঙ্গলবার বিকেলে শিশু দুটি সকলের অগোচরে খালের পানিতে পড়ে যায়। আশপাশের লোকজন প্রথমে মেঘনাকে খালের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পানিতে নেমে খোঁজাখুঁজির পর জান্নাতুরের লাশ পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, বন্যার কারণে খালের পানি বেড়েছে। পারাপারের জন্য সাঁকো তৈরি করা হয়েছে। তাদের ধারণা, জান্নাতো ছোট বোন মেঘনাকে কোলে নিয়ে সাঁকো পার হয়ে পিতার কাছে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। এক সাথে সহোদর দুই শিশুর মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।