এম এইচ সামাদ,নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণায় একাধিক সরকারি কর্মকর্তাসহ আক্রান্ত আরও ১৩ জন।কেন্দুয়া উপজেলায় ৬জন, বারহাট্টা উপজেলায় ৪জন, আটপাড়া ২জন ও মদন উপজেলায়১জন। জেলায় মোট আক্রান্ত ৮৭ জন।
অন্যদিকে নেত্রকোনায় সামাজিক দুরত্ব বজায় না রেখে শপিংমলে চলছে কেনাকাটা।সরকারী ঘোষনার পর নেত্রকোনা শহরে সকল প্রকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সীমিত আকারে সকল প্রকার দোকানপাট স্বাভাবিক রাখার কথা থাকলেও তা মানছেনা কেউ। সামাজিক দুরত্ব বজায় না রেখে গাদাগাদি করে শপিংমল গুলোতে চলছে কেনাকাটা।
শহরের ছোটবাজার, বড়বাজার এলাকায় জন সমাগম সবচেয়ে বেশি। এতে করোনা সংক্রমনের আশংকা করছে সচেতন মহল।
এছাড়াও অন্যান্য উপজেলা থেকে জেলা শহরে এবং জেলা থেকে উপজেলায় ও অন্যান্য জেলায় আসা যাওয়া করতে পারবেনা বলে জানায় জেলা প্রশাসন।
এদিকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে জারুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।