এম এইচ সামাদ, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলা মদনপুর ইউনিয়নে
পবিত্র মাহে রমজান ও করোনা মোকাবেলায়,
মাননীয়প্রধানমন্ত্রীর ৫০ লাখ পরিবারের কে দেয়া ঈদ উপহার ২৫০০ শত টাকার নামের তালিকা, নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে করা হয়েছে,
তার অধিকাংশই স্বজনপ্রীতি চাদরে লেপ্টে গেছে। কেটে খাওয়া দিনমজুরের পরিবর্তে সচ্ছল ব্যক্তিদের নাম পাওয়া যাচ্ছে তার মাঝে!
১২ নং মদনপুর ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শফিকুল ইসলাম শহীদ, উনার আপন বোন,( ১২০) নার্গিস জাহান ,
স্বামীর জায়গায় পিতার নাম, স্বামী বর্তমান এস আই আব্দুল মুকিম রাজার বাগ পুলিশ হেডকোয়ার্টার কর্মরত,
মেম্বারের স্ত্রী (১০৮) রিনা আক্তার, স্বামীর জায়গায় পিতার নাম, মেম্বারের স্ত্রীর আপন বোন একই গ্রামের, আনুমানিক ৪০/৫০ কাটা জমির মালিক,
(১২৩) মিলনা আক্তার ,… মিলনা আক্তারের(১১৩) ছেলে, এনামুল হক, নামে-বেনামে
নিজেদের ভিতরে চার চারটা নাম এইগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
একই ইউনিয়নের ছাত্রলীগ কর্মী আসাদ তালুকদার।
এ ব্যাপারে আসাদ তালুকদারের সঙ্গে কথা বলে জানা যায়।
প্রকাশকারী আসাদ তালুকদার ফেসবুকে প্রকাশ করার পর থেকেই এই নাম্বারে >০১৭৩২ ৬৫৬০৮৮< প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
জানা যায় আসাদ তালুকদার উচ্চ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশের একজন সুনাগরিক, অন্যায়ের প্রতিবাদকারী এবং তিনি জেলা ছাত্রলীগের একজন মেধাবী ছাত্রনেতা।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর দেয়া উপহার যেন সুষ্ঠু তদন্ত করে অসহায় দরিদ্র মানুষগুলো যেন বাদ না পড়ে
হুমকিদাতা ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে হুমকিদাতার ফোন নাম্বারে একাধিকবার ফোনে যোগাযোগ করতে চাইলেও ফোন রিসিভ করেননি।