নেত্রকোনা প্রতিনিধি,
করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রান্ত আপডেট ২২ মে ২০২০
আজ ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রাপ্ত ১৫৭টির মধ্যে শনাক্তকৃত ২২জন।
(শনাক্তকৃতদের ২১জন পুরুষ ও ১জন নারী)
উপজেলা ভিত্তিক শনাক্তকৃতদের তথ্য
১। কেন্দুয়া উপজেলায়- ১১জন।
*সোনালী ব্যাংকের কর্মকর্তা-৪জন।
*রুপালী ব্যাংকের কর্মকর্তা-১জন।
*হাসপাতালের অফিস সহায়ক-১জন।
*আরামবাগ-১জন।
*ফেমই-১জন।
*বাট্টা-১জন।
*বৈখেরহাটি-১জন।
*রামনগর, দলপা-১জন।
২। পূর্বধলা উপজেলায়- ০১জন।
*ফিসারী অফিসার-১জন।
৩। সদর উপজেলায়-৪জন।
*জেলা ও দায়রা জজ-১জন।
*এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট-১জন।
*নেত্রকোনা কারাগার (গাড়ীচালক)-১জন।
*সদর হাসপাতালের ষ্টাফ-১জন।
৪। মদন উপজেলায়-৪ জন।
*সোনালী ব্যাংকের কর্মকর্তা-৩জন।
*হাসপাতালের প্রধান সহকারী-১জন।
৫। মোহনগঞ্জ উপজেলায়-২জন।
*হাসপাতালের মেডিকেল(টেকঃ) ল্যাব -১জন।
*স্বাস্থ্য কর্মীর পরিবারের সদস্য-১জন।
আজ পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ২৮৫৪টি।
আজ পর্যন্ত ২৭৮৪টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ১৯৯জন।
আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮জন।
আজ পর্যন্ত মৃত্যু- ০২জন।
ঘরে থাকুন,নিরাপদ থাকুন।
সিভিল সার্জন
নেত্রকোণা।