বিশেষ সংবাদদাতাঃ ২৪ জুলাই, ২০২০ তারিখ অপরাহ্নে নেত্রকোণা জেলার সম্মানিত জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মঈনউল ইসলাম এঁর নির্দেশনায় ও গোয়েন্দা সংস্থার গোপন সূত্রের তথ্যমতে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের শতরশ্রী নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ, নেত্রকোণা সদর, নেত্রকোণা। সরকারি নির্দেশ অমান্য করে অটো রাইসমিলের ব্যবসার আড়ালে পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছাড়া, লাইসেন্স বিহীন অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, প্যাকেজিং ও বাজারজাত করার প্রস্তুতি চলছিলো।
আকস্মিকভাবে অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ (প্রায় ৭.৮৬ মেট্রিক টন/৮৫১০ কেজি) অবৈধ পলিথিন শপিং ব্যাগের কাঁচামাল ও রাসায়নিক দ্রব্য জব্দ করা হয় এবং পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালকের জিম্মায় দেয়া হয়। আটককৃত মালিকের মৌখিক ভাষ্যমতে প্রায় ৭,৫৯,১০০/-(সাতলক্ষ ঊনষাট হাজার একশত টাকার) মালামাল জব্দ করা হয়।পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনী-২০১০)এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ফ্যাক্টরি মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,৫০,০০০/(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়।
সার্বক্ষণিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মিজানুর রহমান, নেত্রকোণা; জেলা পুলিশের সদস্যবৃন্দ, আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ,জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ ছিল।