বিশেষ সংবাদদাতাঃ নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলায় ইসলামপুর এলাকায় কংশ নদী থেকে বালু খনখনের সময় একটি গ্রেনেড পাওয়া যায়।
আজ ২৬ জুলাই সকাল ৯ টার দিকে একজন শ্রমিক কোদাল দিয়ে বালু খুড়াখড়ির সময় এটির সন্ধান পান। এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাড়ে ১১ টার দিকে পুলিশ এসে এটিকে উদ্ধার করে। পরে ফিতা দিয়ে সুরক্ষা রেখা টেনে দেন।
খবর শুনে ঘটনা স্থলে ছুটে আসেন নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল ও বারহাট্টা সারকেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান। তারা বলেন ওই বস্তুটি গ্রেনেডের মতোই।
তবে এই বিষয়টি বিশেষজ্ঞদের মাধ্যমে জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।