স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার এডিলেডে সেদিন উড়েছিল কমলার কেতন। পরাক্রমশালী দক্ষিণ আফ্রিকাকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল ডাচরা। সঙ্গে বিদায়ও করে দিয়েছিল বিশ্বকাপ থেকে। আরো একবার কমলা জার্সিধারীদের বিপক্ষে নামার সামনে দাঁড়িয়ে প্রোটিয়ারা। তবে এবার ফরম্যাট ভিন্ন।
প্রোটিয়া অধিনায়ক বাভুমা অতীতের সেই হারের পুনরাবৃত্তি আর করতে চান না বলে জানান। তিনি বলেন, ‘আমরা অবশ্যই তাদেরকে হালকাভাবে নিচ্ছি না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সঙ্গে দেখা হয়েছিল। তবে এটা ৫০ ওভারের ফরম্যাট। এখানে ভিন্ন আঙ্গিকে খেলতে হয়, ভিন্ন দক্ষতা প্রদর্শন করতে হয়। দক্ষতা দেখানোটাকে দীর্ঘায়িত করতে হয়।’
ডাচদের বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত ৭ বারের দেখায় কোনোবারই পরাজয় বরণ করতে হয়নি বাভুমাদের। প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘আমরা তাদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় খেলেছি এবং আমার মনে হয় সেই জয়টা অসাধারণ ছিল আমাদের জন্য। অবশ্যই আমরা তাদেরকে সম্মান করি। শুধু নেদারল্যান্ডস নয়, আমাদের প্রতিপক্ষ যারা সবাইকে আমরা সম্মান করি।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করেছে বাভুমার দল। সেটা মনে করিয়ে তিনি বলেন, ‘সব কিছু ছাপিয়ে আমরা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে এখানে এসেছি, তাই আমাদের মাইন্ডসেটটা ওমনই থাকবে।’