চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ আজ শনিবার সকালে রাঙামাটি সার্কিট হাউজের হল রুমে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ মোস্তাক ভাসানী’র সাথে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার নেত্রীবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ মোস্তাক ভাসানী।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিম হাসান, মোঃ মামুনুর রশীদ মামুন, মোঃ জামালসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটির অন্যান্য নেত্রীবৃন্দরা।
সভায় ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ মোস্তাক ভাসানী সাথে পার্বত্য অঞ্চলের সন্ত্রাস বিরোধী ও পার্বত্য চট্রগ্রাম ভূমি কমিশন আইনের বিভিন্ন বেআইনি ধারা নিয়ে আলোচনা করেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।