মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ।প্রাণঘাতী কভিড-১৯ সংক্রমণ ঠেকাতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এ কারফিউ কার্যকর হবে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তবে বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ পৌঁছে দিতে নিয়োজিত কর্মীরা কারফিউ’র আওতামুক্ত থাকবে।
রিয়াদ, মক্কা ও মদিনার প্রবেশপথে কড়াকড়ি নিষেধাজ্ঞাসহ আরোপসহ কারফিউ আগে থেকেই জারি ছিল। তবে তা বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ দিনের ১৫ ঘণ্টা কারফিউ জারি ছিল। এই প্রথম সেখানে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো। করোনায় সংক্রমণে মৃত্যুর মিছিল শুরু হতেই তিন কোটি মানুষের দেশটিতে দ্রুত লকডাউন কার্যকর করা হয়। ওমরাহ হজ স্থগিত করাসহ সর্বত্র জনসমাগমে নিধেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে সৌদি আরবে ইতিমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন অন্তত ১৭০০ জন।ইতিমধ্যে দেশটিতে কয়েকজন প্রবাসী বাংলাদেশিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে একজনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। এরপর হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠিও পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।
খলিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।