স্পোর্টস ডেস্ক: সাত ম্যাচে ১২ পয়েন্ট। পরের দুই ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা নিশ্চিত বলা যায়। দলের এমন গুরুত্বপূর্ণ জয়ে অবদান রেখেছেন দুই ব্যাটার ডি কক ও ডুসেন। অথচ শুরুর দিকে বোলিংয়ের মাধ্যমে প্রোটিয়াদের বেশ চাপেই রাখছিল তারা। কিন্তু পরিকল্পনা অনুযায়ী খেলায় বেশ খুশি প্রোটিয়া অধিনায়ক বাভুমা।
ম্যাচ শেষে এই অধিনায়ক বলেন, ‘দারুণ ব্যাটিং ও বোলিং করেছে সবাই। আমাদের কক ও ডুসেন ভালো একটা জুটি গড়েছিল। আমি খুব খুশি বোলারদের পারফরম্যান্সেও। কক প্রথমে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে এরপরেই সে মেরে খেলেছে যা আমাদের পরিকল্পনাতেই ছিল। ৩০ ওভারের পর থেকে বড় শট খেলা শুরু করেছে তারা।’
দলের সেমিফাইনাল নিশ্চিত হওয়াতে সেটি উদযাপনও করতে চান বাভুমা। তিনি বলেন, ‘আমরা জানতাম কিউইরা আমাদের কঠিন লড়াই করার আভাস দিবে। তাই সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। জানতাম সুযোগ আসবে। সম্ভবত এই ম্যাচ জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আমাদের। তাই আগামীকাল কিছুটা উদযাপন করতে চাই। তারপর আবার প্রস্তুতি শুরু হবে আমাদের।’
অন্যদিকে দারুণ এক সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভ্যান ডার ডুসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘তারা প্রথম দিকে ভালো বোলিং করেছে। আমাদের রানরেট ৪ এর উপর উঠতে দেয়নি। ডি কক দারুণ খেলেছে এবং আমাকেও সহযোগিতা করেছে। আমরা একসঙ্গে দারুণ করেছিলাম। সর্বোপরি পুরো দল হিসেবে আমরা ভালো খেলেছি।’