আন্তর্জাতিক ডেস্ক: একাধিক মামলায় ভারতের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে একই সঙ্গে চারটি থানার জেরা করেছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরায় এসে বিভিন্ন সময়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিভ্রান্তিমূলক প্রচার করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর পরই তার বিরুদ্ধে মামলা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের নোটিশে গত বৃহস্পতিবারই রাজ্যে ছুটে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় এ নেতা। পরে শুক্রবার (১২ নভেম্বর) সকালে বাগমা ফাঁড়ি থানায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় গোটা ফাঁড়ি ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো।
পুলিশ সূত্রে জানা যায়, বক্তব্যে দুটি ক্ষেত্রে মন্তব্যের পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে তার নামে মোট আরও তিনটি মামলা হয়। তবে এ মামলাগুলোর বিষয়ে স্পষ্ট কিছু জানাচ্ছে না পুলিশ।
বর্তমানে পশ্চিমবঙ্গের এ তৃণমূল নেতার বিরুদ্ধে ত্রিপুরার মোট নয়টি মামলা রয়েছে।
এদিকে বিজেপির প্রতি ইঙ্গিত করে কুণাল ঘোষ বলেছেন, মামলা-হামলা করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। তৃণমূল কংগ্রেস মামলা ভয় পায় না। ভোটের মুখে নিজেদের ভরাডুবির কথা টের পেয়েই এখন মামলা-হামলার পথ বেছে নিয়েছে তারা। ত্রিপুরা রাজ্যের মানুষ গত সাড়ে তিন বছরে তাদের ভুল বুঝতে পেরেছেন। নতুনত্ব খুঁজতে গিয়ে মানুষ এখন পদ্ম ছেড়ে জোড়া ফুলেই আস্থা রাখছেন।