স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে টানা পরাজয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ টানা হেরেছে ৫টি। পাকিস্তান হেরেছে চারটি। আজ একটি দলের জয়ে ফেরার মিশন। সেই দল কোনটি?
কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারণ হবে আজ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ।
এই ম্যাচের শুরুতেই জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। টস জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। বোলিং করতে হবে পাকিস্তানকে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে সাকিব আল হাসান বলেন, ‘প্রথমে ব্যাট করবো। কারণ, উইকেট খুব শুকনো। উইকেট কিছুটা স্লো থাকবে এবং সন্ধ্যার পর স্পিনাররা ভালো করবে।’
হারানোর কিছু নেই মন্তব্য করে সাকিব বলেন, ‘আমাদের হারানোর কিছুই নেই। এ কারণে আমরা চাই পজিটিভ থাকতে এবং ভালো ক্রিকটে খেলতে। সবচেয়ে বড় হতাশাজনক বিষয় হলো, আমরা কেউ ধারাহিকতার মধ্যে নেই।’
পাকিস্তানও চেয়েছিলো প্রথমে ব্যাট করতে। কিন্তু তাতেও অখুশি নন বাবর আজম। বোলাররা প্রতিপক্ষকে কম রানে বেধে ফেলবে এবং তিনি নিজে বড় ইনিংস খেলতে চান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিকি, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান শাহিন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।