স্পোর্টস ডেস্ক: একটা সময় ক্রিকেটপাড়ায় পাকিস্তান ও ভারতকে বড় প্রতিপক্ষ বলে মনে করা হতো। সময়ের বিবর্তনে ভারত-পাকিস্তান ম্যাচে লড়াইয়ের তীব্রতা কমেছে। নতুন করে পাকিস্তানের আরেক সীমান্তবর্তী দেশ আফগানিস্তানের সাথে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে।
বিশ্বকাপে আগামীকাল সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। আফগানরা তুলনামূলক দুর্বল দল হলেও ম্যাচের যেকোনো সময় ঘটাতে পারে যে কোনো কিছু। তাই ম্যাচটি নিয়ে বেশ আগ্রহ ক্রিকেটপ্রেমীদের।
এদিকে রোববার (২২ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান কোচ জোনাথন ট্রট হুঙ্কার ছাড়লেন, পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর সামর্থ্য আছে তাদের।
জোনাথন ট্রট জানান, তার দলের বিপক্ষে পাকিস্তানকে যে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়, সেটিই আরও একবার নতুন করে দেখাতে চান তিনি। পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে ফিরতে মুখিয়ে আছে তার শিষ্যরা।
ট্রট বলেন, ‘আমি মনে করি, তাদের (আফগানিস্তান) জন্য এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, যেটি তাদের রোমাঞ্চিত করে। অতীতে কখনও কখনও তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছে, সেটা খুব আবেগপূর্ণ ছিল।’
‘আমরা এর আগে তাদের মধ্যে কঠিন লড়াই দেখেছি। তবে আশা করি, আগামীকালের (সোমবার) ম্যাচ খুব উত্তেজনাপূর্ণ হবে না এবং আমরা বড় ব্যবধানে জিতব। দুই দল একে অপরকে সম্মান করে, তবে জয়ের জন্য উভয়েই মরিয়া হয়ে আছে। প্রতিদ্বন্দ্বীদের প্রকৃতি এমনই’-যোগ করেন ট্রট।
জানা যায়, আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল যে মাঠে পাকিস্তানের খেলা রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভেন্যুটি পরিবর্তনের দাবি জানিয়েছিল পাকিস্তান। যদিও তাতে কোনো সফলতা পায়নি তারা। অবশেষে আইসিসির নির্ধারণ ম্যাচেই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তানের অভিযোগ, ওই ভেন্যুটি স্পিন বোলারদের জন্য সহায়ক পিচ। আর আফগানিস্তান দলে রয়েছে রশিদ খান-মুজিব উর রহমানের মতো বোলাররা।
সে বিষয়টির কথা উল্লেখ করে ট্রট আরও বলেন, ‘আমি জানতাম না যে তারা (পাকিস্তান) ভেন্যু পরিবর্তন করতে চাইছে। আমি মনে করি পাকিস্তানের নিজেদেরই ভালো স্পিনার রয়েছে। তাদের দলে দুইজন-তিনজন স্পিনার রয়েছে।’
এর আগে গত রোববার (১৫ অক্টোবর) দিল্লীর অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের স্পিন আক্রমণে নাস্তানাবুদ হয়েছিল ইংল্যান্ডের ব্যাটাররা। ওই ম্যাচে জস বাটলারের দলকে ৬৯ রানে হারিয়েছে আফগানিস্তান।
দলের হয়ে রশিদ, মুজিব ও মোহাম্মদ নবী মিলে শিকার করেছিলেন ৮টি উইকেট। যে কারণে এই তিন স্পিনারকে স্বাভাবিকভাবেই হুমকি মনে করছে পাকিস্তানের ব্যাটাররা।
তবে ম্যাচের জেতানোর দায়িত্ব শুধু স্পিনারদের ঘাড়ে চাপাতে চান না আফগান কোচ। তিনি বলেন, ‘খেলা জেতা শুধু স্পিনারদের নয়, সবার কাজ। ব্যাটসম্যানদেরকে স্কোরবোর্ডে বড় রানের সংখ্যা লেখাতে হবে। অথবা ব্যাটসম্যানরা রান তাড়া করে দলকে জেতাতে হবে।’
আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তান। এর আগে আসরের শেষ দুটি ম্যাচে টানা হেরেছে পাকিস্তান। বাকি দুটিতে জিতেছে বাবর আজমের দল। অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র জয় পেয়েছে আফগানিস্তান। হেরেছে বাকি তিনটিতে।