স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অসাধারণ এক জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার করা ৩৪৪ রান তাড়া করে জয় তুলে নিয়েছে রিজওয়ান-শফিকরা। বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। টুর্নামেন্টে এটা পাকিস্তানের টানা দ্বিতীয় জয়। শ্রীলঙ্কার বিপক্ষে এমন জয়ে সাবেক ক্রিকেটাররা দলকে প্রশংসায় ভাসিয়েছেন।
পাকিস্তান দলের পারফরম্যান্সের প্রশংসা যারা করেছেন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও রয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, অবিষ্মরণীয় এক জয় পাকিস্তানের।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এমন জয়ের প্রশংসা করেছেন। সে সঙ্গে বোলারদের কিছু পরামর্শও দিয়েছেন। তিনি বলেছেন, সামনের ম্যাচগুলোতে বোলিং ভালো করতে হবে। লাইন, লেন্থ ঠিক করতে হবে।
দলটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ মোহাম্মদ রিজওয়ানের প্রশংসা করেছেন। একই সঙ্গে আব্দুল্লাহ শফিককে উঠতি তারকা খেতাব দিয়েছেন।
পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল এমন জয়ে দলকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া পেসার হাসান আলীর প্রশংসা করেছেন।