মোঃ আল-আমিন হাছান, লালমনিরহাটঃ মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৪৫’জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজ ও নতুন পাকা ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার ২০ জুন, সকাল ১১. টায় পাটগ্রাম উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, (প্যানেল চেয়ারম্যান) জনাব. মোফাজ্জল হোসেন লিপু। পাটগ্রাম উপজেলা ভুমি সহ কমিশনার, জনাব মোঃ রুবেল রানা। পাটগ্রাম পৌরসভার মেয়র রাসেদুল ইসলাম সুইট। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বাবু পূর্ণ চন্দ্র রায়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, মিজানুর রহমান নিলু।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের লোকজন।